What is Big History? বড় ইতিহাস কি?

What is Big History? বড় ইতিহাস কি?

        পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবী খুবী সুন্দর ও বিস্ময়কর একটি জায়গা। তো এতকিছু কীভাবে হয়ে উঠলো? মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হয়েছিল? এটি কিভাবে কেন কাজ করে? তারাগুলো এত বড় কেন? আপনি আর আমি কেন এত ছোট? প্রান বিচিত্রে ভরা এই ক্ষুদ্র গ্রহে আমরা কেন নিজেকে খুঁজে পাই? "মানুষ" হওয়ার অর্থ কী? 

তাই টাইম কম এই প্রথম বাংলা ভাষায় বিগ হিস্টোরি প্রোজেক্ট নিয়ে এসেছে বাংলাদেশে। যা তৈরি করা হয়েছে ২০১৪ সালের বিগ হিস্টোরি প্রজেক্টের কারিকুলাম অনুসারে। যা উন্নত দেশগুলোতে উচ্চ মাধ্যমিকে পরানো হয়। এই কোর্সটির শেষে, আপনি মহাবিশ্বের পুরো ইতিহাস সম্পর্কে জেনে নিতে পারবেন। 


পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবী খুবী সুন্দর ও বিস্ময়কর একটি জায়গা: পর্বত থেকে নদী,মহাসাগর দর্শনীয় ল্যান্ডস্কেপ; হাতি থেকে শুরু করে ইঁদুর, মাকড়সা। বিভিন্ন প্রজাতির বিস্ময়কর বৈচিত্র্য এবং, অবশ্যই আপনার আমার মতো আরও সাত বিলিয়ন মানুষ - সম্ভবত সবথেকে অদ্ভুত প্রজাতি। তারপর আমাদের উপরে তাকান। সূর্যের দিকে তাকান। এটি পৃথিবীতে জীবনের ব্যাটারি। কিন্তু আমাদের সূর্য আমাদের গ্যালাক্সি, মিল্কিওয়েতে সম্ভবত একশো বিলিয়ন তারার মধ্যে একটি। এবং মিল্কিওয়ে সম্ভবত মহাবিশ্বে একশো বিলিয়ন বা 200 বিলিয়ন গ্যালাক্সিগুলির মধ্যে একটি।

তো এতকিছু কীভাবে হয়ে উঠলো? মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হয়েছিল? এটি কিভাবে কেন কাজ করে? তারাগুলো এত বড় কেন? আপনি আর আমি কেন এত ছোট? প্রাণ বিচিত্রে ভরা এই ক্ষুদ্র গ্রহে আমরা কেন নিজেকে খুঁজে পাই? "মানুষ" হওয়ার অর্থ কি? 
 
হে এই প্রশ্নগুলি দুর্দান্ত প্রশ্ন এবং এগুলি সব সমাজের মানুষই জিজ্ঞাসা করেছে। এবং তাদের সাথে সাথে প্রচুর জ্ঞানী লোকও জিজ্ঞাসা করেছে এসব প্রশ্ন: ভূতাত্ত্বিকেরা জিজ্ঞাসা করেন; জীববিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন; জ্যোতির্বিদ, পদার্থবিদ, ইতিহাসবিদ, নৃবিজ্ঞানী সবাই। আমরা এই কোর্সে যা করতে চাই তা হ'ল বিশেষজ্ঞের উত্তর নেওয়া এবং সেগুলিকে একটি একক, সুসংহত গল্পের সাথে মিশ্রিত করার চেষ্টা করা, যা আমাদের বুঝতে সাহায্য করবে সবকিছু কীভাবে হয়েছে। আমরা এখানে কতটুকু সঙ্গত এবং সবকিছুর পরিণতি কি?
 

 
এখন এই প্রশ্নগুলো বিশাল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন করার মাধ্যমে আমরা ধারণা পেতে পারি কে আমি এবং আমি কীসের অংশ। আমরা জানি যে সমস্ত মানব সমাজ এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ঠিক একী কারণে, যে কারণে আমিও জিজ্ঞাসা করছি। কিন্তু তাদের উত্তর অবিশ্বাস্য ভাবে বিভিন্ন রকম ছিল। কেউ কেউ বলে যে মহাবিশ্বের অস্তিত্ব সবসময় ছিল। কেউ কেউ বলেন এটি তৈরি হয়েছিল বেশিদিন আগে নয়। কেউ কেউ বলেন এটি তৈরি হয়েছিল দেবতাদের দ্বারা, কেউ কেউ বলেন যে এটি এক ধরণের মহাজাগতিক মাষ বা ধোয়া থেকে তৈরি হয়েছিল। এবং তারপরে গল্পগুলি কি করে, তারা জানানোর চেষ্টা করে তাঁরার উৎস সম্পর্কে, সূর্যের, চাঁদ, পাহাড়, সমুদ্র, নদী, গাছপালা, প্রাণী এবং আপনার আমার মতো মানুষ সম্পর্কে। বিগ হিস্টোরি হচ্ছে এই সমস্ত গল্পের একটি আধুনিক সংস্করণ

এটি সেরা তথ্য ব্যবহার করে যা এখন পর্যন্ত আমাদের সমাজের আয়ত্তাধীন। আর হে অবশ্যই এটি নিখুঁত নয়। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উপস্থিত হচ্ছে, এবং আমাদেরকেও প্রতিনিয়ত সামঞ্জস্য রেখে ইম্প্রুভ করতে হচ্ছে। এবং এমন অনেকগুলি ক্ষেত্র রয়েছে যার সম্পর্কে আমাদের কাছে সঠিক বা নিখুঁত উত্তর নেই। আমরা সত্যই নিশ্চিত নই। সুতরাং, গল্পে ছোটখাটো পরিবর্তন আসছে। সত্যি করে বলতে এই অনেক অজানাই আমাদেরকে সামনে এগোতে সাহায্য করে। আচ্ছা একটু ভাবুনতো আপনার বয়স কত? ১৫? ২৫? ৪০? আপনাদের কারও কাছে এই সময়রেখা বেশ দীর্ঘ মনে হতে পারে, আরও দীর্ঘ সময়রেখা দেখতে চান? আমাদের এই মহাবিশ্বের দিকে তাকান।
 
এই মহাবিশ্ব ১৩.৮ বিলিয়ন অর্থাৎ ১৩৮০ কোটি বছর পুরনো। আমি জানি আমাদের এই ক্ষুদ্র ব্রেনে এতো সময় জাস্ট চিন্তা করাটাও কঠিন। চলুন একটু চেষ্টা করা যাক। আপনি যদি প্রতি সংখ্যা গুনতে এক সেকেন্ড করে সময় নেন তাহলে এক থেকে ১০০ গুনতে সময় লাগবে ১০০ সেকেন্ড বা ১ মিনিট ৪০ সেকেন্ড। তাহলে এক মিলিওন বা ১০ লক্ষ পর্যন্ত গুনতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে সাড়ে ১১ দিন। যদি ১ বিলিয়ন বা ১০০ কোটি পর্যন্ত গুনেন? ওয়েল ৩২ বছর লেগে যাবে। আর যদি ১৩.৮ বিলিয়ন বা ১৩৮০ কোটি পর্যন্ত গুনেন তাহলে আপনার সময় লাগবে প্রায় ৪৩৮ বছর। হা বিশাল সময়কাল। আর এই বিশাল সময়ের গল্পই আপনাদেরকে বলবো। এটি একটি দুর্দান্ত গল্প।

এতে প্রচুর টুইস্ট আছে মোড় আছে, প্রচুর উত্তর না জানা প্রশ্ন আছে। একটি জিনিস আমরা ফোকাস করতে যাচ্ছি যা হচ্ছে increasing complexity বা ক্রমবর্ধমান জটিলতা। জটিলতা শুনে ভয় পাবেন না। এই জটিলতা বলতে কি বুঝায়? এটা হচ্ছে একটি মাত্রা। মহাকাশের খালি যায়গা অনেক সহজ একটি তারার তুলনায়। তাই তাঁরা সেই তুলনায় অনেক জটিল। আবার মানুষ অনেক জটিল একটি এককোষী এমিবার তুলনায়। অধিক জটিল বিষয় পরিমাপের তিনটি সহজ উপায় আছে।
 
১ বিভিন্ন উপাদান: আগের উপাদানের থেকে বেশি উপাদান আছে।


 
২ সুনির্দিষ্ট বিন্যাস: সরল জিনিসগুলিতে উপাদানগুলি কীভাবে সাজানো হয় তা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে জটিল জিনিসগুলিতে উপাদানগুলো বেশ সুনির্দিষ্টভাবে সাজানো হয়। এই যেমন একটি সম্পূর্ণ গাড়ি তার পার্টসগুলো সব সুনির্দিষ্ট ভাবে থাকে আর গাড়ির পার্টস যখন খুলে আলাদা করে রাখা হয় তখন সেটা খুবি সরল।


 
৩ অত্যাবশ্যক বৈশিষ্ট্য: উপাদানগুলি একবারে সঠিকভাবে সাজানোর পরে, তারা এমন কিছু করতে পারে যা তারা সংঘটিত না হলে করতে পারত না। একটি গাড়ি আপনাকে এক যায়গা থেকে আরেক যায়গায় নিয়ে যেতে পারে; এর উপাদানগুলি পারে না। একটি গাড়ি চলতে পারার ক্ষমতা এমন একটি গুণ যা “অত্যাবশ্যক” সঠিকভাবে একত্রিত হওয়ার পরে। এ কারণেই একে বলে "অত্যাবশ্যক বৈশিষ্ট্য"।

১৩.৮ বিলিয়ন বছরের এই বিশাল সময়কালে এরকম কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা নাম দিয়েছি Threshold moment বাংলায় বলা যায় প্রান্তিক মুহূর্ত। বা আরও সহজভাবে বুঝতে বলতে পারেন পর্ব বা স্তর। পুরো সিরিজ জুড়েই আমরা একে বলবো Threshold। তো 13.৮ বিলিয়ন বছরের গল্পে আটটি threshold বিগ হিস্টোরিকে অগ্রসর করে নিয়েছে। এই Threshold মোমেন্ট হচ্ছে এমন মুহূর্ত যখন সঠিক উপাদান সঠিক সময়ে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধরণের জটিলতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যখন আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল, এটা বেশ সহজ সরল ছিল। ওয়েল বলতে পারেন বেশ বোরিং ছিল। কারণ কোনও তারা ছিল না, কোনও গ্রহ নেই, জীবন নেই এবং অবশ্যই কোন মানুষও ছিল না।


 
 
আটটি Thresholds ব্যাখ্যা করবে কীভাবে শুরুর সহজ সরল মহাবিশ্ব রূপান্তরিত হয়েছে আজকের এই কঠিন জটিলতায়।   প্রতিটি থ্রেশহোল্ডই তৈরি আগেরটি থেকে। তারা একসাথে সমস্ত কিছু কোথা থেকে এসেছে তা ব্যাখ্যা করতে সাহায্য করবে।
তারা মহাবিশ্বে আমাদের নিজস্ব জায়গা ব্যাখ্যা করতে সহায়তা করবে। এবং কোথায় যাচ্ছে এসব। আজ মহাবিশ্বের অনেক কিছুই এখনও বেশ সহজ। অগণিত খালি জায়গা। আমরা জানবো কীভাবে জটিল জিনিস বিশেষ অঞ্চলে উপস্থিত যেখানে উপাদান একদম পারফেক্ট মুহূর্তে হাজির। অনেকটাই গরম সুপ এর মতো। সুপ যেরকম আমরা খাই বেশি গরম অবস্থায়ও না আবার একদম ঠাণ্ডা অবস্থায়ও না। ঠিক এমন মুহূর্তই যাকে বলে গোল্ডিলোকসের শর্ত। সেই সম্ভব করে আগের threshold পার করে নতুন threshold এ চলে আসতে। ধাপে ধাপে, আমরা দেখব কীভাবে নতুন জটিলতার রূপগুলি তৈরি হয়েছিল, প্রতিটির উপাদান এবং গুণাবলী যা আগে কখনও দেখা যায়নি, থেকে আজকের এই বিশ্বে।



কোর্সের পরবর্তী আর্টিকেলটি পড়ুন এখানে 

আমরা বিশ্বাস করি যে উচ্চমানের শিক্ষাগত ভিডিও সবার বিনামূল্যে পাওয়া উচিত।
Follow us in
Contact us: timekom.bd@gmail.com

Copyright Protected.
Time Kom is a Subsidiary of Indie Spirit Company.
Contact Indie Spirit
spiritofindie@gmail.com

#timekom​ #bighistory​ #bengali

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ